প্রান্তিক সকাল – শাহানা সিরাজী
বরষণসকাল মেঘমেদুর রঙ উছল পাখির ডাক
শান্তজলের নীরব আহবান বাজায় তবলা ঢাক
একটি বিন্দু সিন্ধু হয়ে ঢেউ খেলে যায় বুকে
বুকের পারে চিকচিক বালি ভিজে মহা সুখে
বুকের পারে চিকচিক বালি ভিজে মহাসুখে
না যাইও আর অজানা পথে রেখে আমায় দুঃখে
একটি ঢেউ আছড়ে পড়ে নিয়ে শুক্তির মেলা
শুক্তির মুখে মুক্তোর মালা খেলে নানান খেলা
শুক্তির মুখে মুক্তোর মালা খেলে নানান খেলা
সেই খেলাতে আকাশ হাসে রামধনু রঙ বেলা
তীর নিয়ে হাতে বনে বনে ঘুরে সীতার যতো জ্বালা
সীতাও মানুষ যেও না ভুলে হোক না রাত্রি ফালা
না পারে কেউ রাখতে বেঁধে রাতের গহীন ধারা
সুজনে-কুজনে কুঞ্জ রচে নিবিড় হৃদয় পারা…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর
পিটিআই, মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।