ডিএসসিসির লাইসেন্স সুপারভাইজার চাকরিচ্যুত

PicsArt_07-12-08.53.46.jpg

ডিএসসিসির লাইসেন্স সুপারভাইজার চাকরিচ্যুত

নগর প্রতিবেদকঃ অনিয়মের দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি হতে অপসারণ করা হয়। ডিএসসিসির কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে তাকে চাকরি হতে অপসারণ করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, ডিএসসিসির প্রকৌশল বিভাগ, বাজার (বিদ্যুৎ) শাখার বিল সহকারী হিসেবে কর্মরত হলেও ইকবাল আহমেদ বর্তমানে অঞ্চল-৫ এর রাজস্ব বিভাগে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ পাবেন এবং এজন্য তাকে করপোরেশন হিসাব বিভাগের সাথে যোগাযোগ করে সকল দেনা-পাওনা বুঝে নিতেও অফিস আদেশে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ইকবাল আহমেদের ব্যক্তিগত নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ২০০৮ সালের ২৩ এপ্রিল মাদকদ্রব্য বহনের অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, তহবিল তছরুপ ও প্রতারণার দায়ে ইতোমধ্যে তার বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ নভেম্বর, ২০১৭ সালের ১৩ এপ্রিল ও ২০১৮ সালের ৪ নভেম্বর বিভাগীয় মামলা রুজু করা হয়। এছাড়া হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে তাকে ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ (বর্তমান কাউন্সিলর) ২০১৮ সালের ৩১ মে করপোরেশন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top