টেলিভিশন হয়ে গেছে এখন অযোগ্য লোকের আস্তানা – জাবেদ ইকবাল তপু

PicsArt_06-28-10.57.41.jpg

টেলিভিশন হয়ে গেছে এখন অযোগ্য লোকের আস্তানা – জাবেদ ইকবাল তপু

আমি একজন সিনিয়র টেলিভিশন প্রযোজক ছিলাম। দীর্ঘ ১৭-১৮বছর বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি। টেলিভিশনে কাজ শুরু করেছি নিজের ভালো লাগা ও অনেক স্বপ্ন নিয়ে। এতবছর কাজ করার পরও সেই স্বপ্ন ধুলোর সাথে মিশে গেছে।

এখন শুধু দীর্ঘশ্বাস! কেন যে টেলিভিশন মিডিয়াতে ঢুকলাম ? কেনই বা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করলাম এতদিন!

এখানে ভালো মানুষের মূল্য নেই আছে তেলবাজদের দৌরাত্ব। এর সাথে আরো অনেক কিছু। যেটা আমার পক্ষ্যে বা আমার মতো অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না। টেলিভিশন হয়ে গেছে এখন অযোগ্য লোকের আস্তানা।

এখানে কাজ করতে আপনার কোন যোগ্যতা প্রয়োজন নেই। লাগেনা কোন মিডিয়ার ডিগ্রি, লাগেনা কোন মিডিয়ার সার্টিফিকেটও।

এখানে শুধু তেলবাজি ও ….বাজি ছারা কিছুই হয়না। এ দুটো কাজে যার যত দক্ষতা বেশি সে তত বেশি কাজে দক্ষ। আমি সবাইকে বলছি না কিন্তু ৮০% ই এই দলের।

ধরুন আপনি ১৭-১৮ বছর কাজ করছেন। হুট করে আপনার সিনিয়র হলো একজন এডিটর বা যে কখনো মিডিয়াতেই কাজ করে নি।
আপনি কি মেনে নিবেন? হ্যাঁ মেনে নিবে অনেকেই। আমি তো সে কাতারের নই।

আজকে টিভিগুলোর দিকে তাকিয়ে দেখেন- কারা চ্যানেল গুলো চালাচ্ছে? টেলিভিশনের হেড অফ সহ ৪-৫ জন ছারা আর যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা কি একটি টিভি চ্যানেল চালানোর যোগ্যতা রাখেন? তবুও চালাচ্ছে। তাদের দ্বারাই চলছে।
এর পিছনে অনেক কারন…..?

যে কারনগুলো আপনারা অর্থাৎ যারা টেলিভিশন মিডিয়াতে আছেন, তাঁরাই খুঁজে বের করুন!

জাবেদ ইকবাল তপু
টেলিভিশন ব্যাক্তিত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top