বোরহানউদ্দিনে অপহৃত শামসুদ্দিন মিয়া পুলিশের সহায়তায় উদ্ধার
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা, শামসুদ্দিন মিয়া (৪০) বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, গতকাল গভীর রাতে, ছোট মানিকা নামক স্থান হতে অপহৃত হয়েছেন।
অপহৃত শামসুদ্দিন মিয়ার অভিযোগ, বোরহানউদ্দিন সদর উপজেলার, ওয়েষ্টার্ন পাড়াস্থ তার প্রায় ২০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করতেই তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে।
অপহৃত শামসুদ্দিন মিয়া মোবাইল ফোনে আরও জানান, গতকাল রাত আনুমানিক ১টার দিকে ছোট মানিকাস্থ তার বোনের বাড়ি থেকে ইভান মোল্লা, হাসান মোল্লা, কাশেম পঞায়েত সহ কয়েকজন তাকে ধরে নিয়ে, আটকে রেখে, স্ট্যাম্পে সই দিতে নির্যাতন চালায়। তার পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন দিলে, বোরহানউদ্দিন থানা পুলিশের সহায়তায়, অাজ সকাল ৮ ঘটিকায় তাকে উদ্ধার করে, বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এই বিষয়ে বোরহানউদ্দিন থানা অফিসার্স ইনচার্জ ম ইনামুল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এমন ঘটনাটি ঘটেছে, তবে অধিকতর তথ্য প্রমাণের জন্য শামসুদ্দিন মিয়াকে থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয়েছে।