জীবনের নিরাপত্তার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপির নিটক আকুল আবেদন – সাগর চৌধুরী

জীবনের নিরাপত্তার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপির নিটক আকুল আবেদন – সাগর চৌধুরী

বোরহানউদ্দিন উপজেলায় বড়মানিকা ইউনিয়নে চাল চুরির ঘটনায় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করায়, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদদীন হায়দারের ছেলে নাবিল আমাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে আমার উপর হামলা করে এবং তার ফেইস বুকে লাইভ দেয়, যা বাংলাদেশের সকল গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। সেই ঘটনায় সূত্র ধরে সোমবার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, আমার নামে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়ায়, যা আমার মত সকল ধর্মপ্রান মুসলমানদের মনে আঘাত করে। সেই ঘটনায় কতিপয় শ’খানেক লোক এলাকায় মিছিল করে আমার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়।

মিছিল নিয়ে আমার বাসায় এসে আমার বৃদ্ধ বাবা মা সহ আমাকে হত্যার হুমকি দিয়ে যায়।

এমতাবস্থায় আমি জীবনের নিরাপত্তা হিনতায় আছি। এই ঘটনায় বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি ও বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহম্মেদ এর কাছে জীবনের নিরাপত্তার জন্য অকুল আবেদন করছি।

আবেদনের কপিটি তুলে ধরা হলো

বরাবর
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়: আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে আকুল আবেদন।

জনাব
যথাযথ সম্মান পূর্বক জানাচ্ছি, আমি সাগর চৌধুরী, পিতা- মোঃ আকতার হোসেন মাতাঃ- নুরজাহান বেগম গ্রামঃ দক্ষিণ বাটামারা, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা।

আমি একজন গণমাধ্যম কর্মি। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ডিইউজে একজন সদস্য।

আমি wnews360.com নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক।

আমার উপরে গত কয়েক দিনের বিভিন্ন ঘটনা ঘটায় নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে খুবই আতঙ্কিত। যা ইতোমধ্যে দেশের সকল প্রথম শ্রেনীর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তাই জনাবের কাছে আকুল আবেদন আমার নিরাপত্তার বিষয়টি সুবিবেচনা করবেন।

সাগর চৌধুরী
০১৯১২৭৫৪২৩২
নির্যাতিত সাংবাদিক।

অনুলিপিঃ ১/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২/ পুলিশ কর্মকর্তার কার্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top