হারভেস্টার মেশিনের ব্যবস্থা করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি
জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবে চারদিকে যখন শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে কৃষকেরা দুচিন্তায়, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কৃষকদের সুসংবাদ দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
তিনি সরিষাবাড়ি উপজেলার কৃষকদের ধান কাটার সুবিধার্থে সরকারি উদ্যোগে দুটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন নিয়ে এসেছেন।
শনিবার (২ মে) দুপুরে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইড় এলাকার কৃষকের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন প্রতিমন্ত্রী। তিনি ধান কাটা ও মাড়াই কার্যক্রমেরও উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে আরও তিনটি মেশিন সরবরাহ করবে কৃষি মন্ত্রণালয়।’
ধান কাটার হারভেস্টার মেশিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম। ফলে সারা দিনে ১০ থেকে ১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, এটি মাড়াই করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকের ধান কাটার সময় বাঁচাবে ও কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় সরিষাবাড়ি’র কৃষকরা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন।
এ সময় জেলা কৃষক লীগের সভাপতি মুখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানায়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওসি মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামস উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সরিষাবাড়ি উপজেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার সব দফতর প্রধানদের সঙ্গে বৈঠকে করোনা দুর্যোগ প্রতিরোধ সম্পর্কিত সব কার্যক্রমের তদারকি করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।