কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে মতামত না দেয়ার নির্দেশ
বিশেষ প্রকিবেদকঃ চলমান পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমে কোনো প্রকার বিবৃতি বা মতামত না দেয়ার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।
গত ১৫ এপ্রিল (বুধবার) এক অফিস আদেশে এ নির্দেশ দেন অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।
সেখানে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসম্মুখে, সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমের সাথে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত না দেয়ার নির্দেশ প্রদান করা হলো।’