ড. বেনজীরকে গার্ড অব অনার, নিলেন আইজিপির দায়িত্ব

PicsArt_04-15-06.42.09.jpg

ড. বেনজীরকে গার্ড অব অনার, নিলেন আইজিপির দায়িত্ব

বিশেষ প্রতিবেদকঃ দায়িত্বভার বুঝে নিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আইজিপি হিসেবে যোগদানের আগে ড. বেনজীর আহমেদ র‌্যাবের মহাপরিচালক ছিলেন।

৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ড. বেনজীর।

তিনি ১৯৬৩ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং তিন কন্যাসন্তানের জনক।

এর আগে দীর্ঘ চাকরিজীবন শেষে বুধবার থেকে অবসরে যান সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। তবে তিন বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top