ভোলায় প্রশাসন ব্যস্ত করোনায়, উৎসবে মেতেছে নদীতে জেলেরা

PicsArt_04-13-11.51.58.jpg

ভোলায় প্রশাসন ব্যস্ত করোনায়, উৎসবে মেতেছে নদীতে জেলেরা

ভোলা জেলা প্রতিনিধিঃ সরকারী আদেশ মতে, ভোলা সদরের ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার ও চর ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের আভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ সময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ করার ওপরও পাঁচটি ধাপে নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উৎসবের মতো নদীতে নেমে মাছ শিকার করছে ভোলা সদর সহ জেলার বিভিন্ন উপজেলার জেলেরা। সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলার মাঝিরাও এখানে মাঝ ধরছে অবাধে।

এদিকে দেশব্যাপী করোনার প্রভাবে উপজেলা মৎস্য অধিদফতর বন্ধ রয়েছে। তাই তারা আর আগের মতো অভিযান চালাচ্ছেন না। ফলে এক প্রকার বিনা বাধাতেই মাছ ধরছেন জেলেরা।

এ অবস্থা চলতে থাকলে নদীতে মাছের সংকট সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয় সচেতনরা।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকতা মো. আসাদুজ্জামান wnews360.con কে বলেন, করোনার কারণে আমাদের অফিস বন্ধ রয়েছে। তবে এর আগে আমাদের অভিযান অব্যহত ছিল।

ভোলা জেলার প্রতিটি উপজেলার মৎস্য কর্মকর্তারা বিষয়টি নজরে আনছে না। এমন মক্তব্য করেন সচেতন মহল।

জেলা মৎস্য কর্মকর্তার wnews360.com এর প্রতিনিধির ফোন কল রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top