বোরহানউদ্দিনে ২৭ টি বেহুন্দি জাল ধ্বংস ও ১১ জনের কারাদন্ড

PicsArt_03-10-01.26.43.jpg

বোরহানউদ্দিনে ২৭ টি বেহুন্দি জাল ধ্বংস ও ১১ জনের কারাদন্ড।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ অভয়াশ্রমে মাছ শিকার করার অপরাধে আটককৃত ৩ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এ অভিযানটি পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও বোরহানউদ্দিন থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য অধিদপ্তর ও বোরহানউদ্দিন থানা পুলিশের যৌথ অভিযানে খায়েরহাট বাজার থেকে প্রায় ৪০ কেজির মত জাটকা আটক করে স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়।

একইসাথে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২৭টি বেহুন্দি জাল আটক ও ধ্বংস করা হয় এবং ৯ জনকে আটক করা হয়, যাদের ৮ জনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মেঘনা থেকে দন্ডপ্রাপ্তরা হল:
রাকিব (২০), জামাল হোসেন (২৪) ও বিল্লাল (২১)- এরা টবগীর বাসিন্দা।

তেতুলিয়া থেকে দন্ডপ্রাপ্তরা হল:
হানিফ (৩০), ইকবাল (৩০), জিহাদ (২৩), রিপন (২৯), সজিব (১৯), সোহেল (১৮), জসিম (৩৫) এবং তাহের (৪৫)- এরা সাচড়া ইউনিয়নের দরুণ এলাকার বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী উক্ত দন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top