ভোলার চরফ্যাশনে দু’ইউনিয়নের স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি ও ভোটগ্রহন চলছে
ভোলা (চরফ্যাশন) এ,কে এম গিয়াসউদ্দিনঃ ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নে ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘলাইনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
আজ ৩০ ডিসেম্বর সোমবার দেশের ৩৮ টি জেলার ৫৮ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহন চলছে। ইউপি নির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকায় বিজিবি, কোষ্টগার্ড, পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায় কয়েকটি ইউপি পরিষদে সহিংসতা শন্কা থাকায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠির আলোকে বিজিবি র্্যাব কোষ্টগার্ড জোড়দার করা হয়েছে।
ইসি সুত্রে আরো জানা যায় ৮০ টি ইউনিয়নের ভোটগ্রহনের কথা থাকলেও ২২ টিতে বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হওয়ায় ৫৮ টিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
চরফ্যাশন দুলার হাট থানার নুরাবাদ ও আহম্মদপুরে প্রচণ্ড শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
পুর্বঘোষিত অনুযায়ী সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত। নারী এবং পুরুষ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ৩,২ নং ওয়ার্ডে ভোট গ্রহনের পুর্বে নৌকা ও আনারস মার্কার ভোটারদের উল্লাস করতে চাইলে বিজিবির ধাওয়ায় পন্ড হয়ে শান্তিপুর্ণ পরিবেশ বজায় থাকে।
দুই ইউনিয়নে সাত জন চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮টি।
এর মধ্যে নুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী তিন জন। আহম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী। দুই ইউনিয়নের সব কেন্দ্রেই চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নুরাবাদ ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ নম্বর ওয়ার্ডে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। সারিবদ্ধ হয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। দীর্ঘদিন পর এখানে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন অনেকেই।
চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। কোথাও কোনো ঝামেলা নেই। ভোটারদের উপস্থিতি প্রায় ৮০ ভাগ।
উল্লেখ্য সীমানা জটিলতার কারণে দীর্ঘ নয় বছর পর অবশেষে চরফ্যাশন উপজেলার এ দুটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।