আমি দুঃখিত, বিব্রত, লজ্জিত ও ব্যথিত -তোফায়েল আহমেদ

20191223_215452.jpg

আমি দুঃখিত, বিব্রত, লজ্জিত ও ব্যথিত -তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টঃ ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলায় আমি দুঃখিত, বিব্রত, লজ্জিত ও ব্যথিত। তিনি বলেন, দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে। তবে, যারা ডাকসুর ভিপি হন, তাদেরও সতর্কতার সঙ্গে চলা উচিত, কথা বলা উচিত। এমন কিছু করা উচিত নয়, যাতে প্রতিপক্ষের মনে আঘাত লাগতে পারে। ডাকসু মানে সবার। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ছাত্ররাজনীতি সম্পর্কে কোনো বক্তব্য দিতে গেলে বিব্রত বোধ করি। আমাদের সময়েও মতের ভিন্নতা ছিল। ১৯৬৯ সালে আমরা সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ গঠন করেছিলাম। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আহ্‌বায়ক করা হয়েছিল। ছাত্র ইউনিয়ন (মতিয়া), ছাত্র ইউনিয়ন (মেনন), ও জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ ছিল- আমাদের তো আদর্শের ভিন্নতা ছিল। এক আদর্শ ছিল না, কিন্তু আমরা ১১ দফা কর্মসূচি প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। তিনি আরও বলেন, ঢাকায় সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আগামী বৈঠকে চূড়ান্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top