দুটি সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন
দুটি সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। একটি হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অপরটি হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।
সচিব বলেন, গত বছরের ৮ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত করা হয়েছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়াটি। আর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া ২০১৬ সালের ৩ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত করা হয়েছিল। আজকের সভায় বিশ্ববিদ্যালয় দুটির আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হলো।