ফার্মগেটে ইন্দিরা রোডে বিদ্যুৎ চুরি! ৪৩ লক্ষ ৪৮হাজার ৪শত ৪১ টাকা জরিমানা

ফার্মগেটে ইন্দিরা রোডে বিদ্যুৎ চুরি! ৪৩ লক্ষ ৪৮হাজার ৪শত ৪১ টাকা জরিমানা

সাগর চৌধুরীঃ বাংলাদেশ সরকার বিভিন্ন উপায়ে সারা দেশের বিদ্যুৎ ঘাটতি রোধে নিরঅলস কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু দেশের জাতীয় সম্পদ বিদ্যুৎ খাতের উন্নয়নের ক্ষেত্রে কতিপয় দুষ্কৃতিকারী বাঁধা হয়ে দাঁড়িয়েছে, তারা বিদ্যুৎ চুরি করছে। যারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করে নিজে লাভবান হওয়ার জন্য দেশ ও দশের ক্ষতি সাধন করে।

রাজধানীতে ডিপিডিসির আওতাধীন এরিয়াতে বিদ্যুৎ চুরি রোধে বিশেষ টাস্কফোর্স কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যে রাজধানীর ফার্মগেট এলাকায় ২৫/বি ইন্দিরা রোডে সম্প্রতিক সময়ে বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়া যায়।

২৫/বি ইন্দিরা রোড এর বাড়ির মোঃ মালিক মাসুদ রাজা বাবা মৃতঃ মোঃ মজিবর রহমান, মাতাঃ মোহাম্মদ মমতাজ বেগম।
তার বিরুদ্ধে অভিযোগ,

১/ মিটারে বিদ্যুৎ না নিয়ে বাইপাস করে মিটারবহির্ভূত লাইনে বিদ্যুৎ কারচুপি করেন।

২/ মাসুদ রাজা তার নিজ বাস ভবনে বসবাস করে বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং তার দুই ভাড়াটিয়ার কাছে সাব মিটার দিয়ে প্রতিমাসে কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল সংগ্রহ করেছেন।

৩/ প্রতিমাসে তিনি 80 থেকে 90 হাজার টাকা বিদ্যুৎ ব্যবহার করে মাত্র ২ হাজার টাকা করে বিল পরিশোধ করেছেন।

প্রতিমাসে ১ লক্ষ ৩৪ হাজার ২৫ ইউনিট হিসেবে বিদ্যুৎ চুরি করার অপরাধে, ২৫ ইন্দিরা রোড এর বাড়ির মালিক মাসুদ রাজাকে ৪৩ লক্ষ ৪৮হাজার ৪০০শত ৪১ টাকা জরিমানা করা হয়।

পরে নগদ ১০ লক্ষ টাকা আদায় করা হয়। বাকি টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করার অঙ্গিকার করা হয়।


অধিকতর অনুসন্ধানে জানা যায়, মাসুদ রানা’র বাসার পাশ দিয়ে সার্ভিস বিদ্যুৎ কেবল প্রবেশের আগে বাইপাস লাইন থেকে বিদ্যুৎ চুরি করা হয়েছে।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এই অঞ্চলের মিটার রিডার শওকত হোসেনকে সাময়িক শাস্তি ও অফিশিয়াল শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এখানে bcs কনফিডেন্স কোচিং সেন্টারের কাছ থেকে প্রতিমাসে অবৈধ ভাবে ৪০/৫০ হাজার টাকা বিদ্যুৎ বাবদ ২৫ ইন্দিরা রোড এর বাড়ির মালিক মাসুদ রাজা গ্রহন করে। এছাড়াও তার নিচ মালিকানাধীন আরও একটি কনফেকশনারি দোকানে প্রতিমাসে ৫/৭ হাজার টাকা বিদ্যুৎ বাবদ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top