স্ত্রীকে নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব গ্রেফতার
যৌতুকের দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) বেইলি রোডের সরকারি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘জাকির হোসেনের স্ত্রী ডা. ফাতেমা জাহান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ‘
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘আজকেই জাকির হোসেনের স্ত্রী ডা. ফাতেমা বাদী হয়ে মামলা করেছেন।’ জাকির হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করার অভিযোগ আনা হয়েছে বলেও তিনি জানান।