ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এর বিরুদ্ধে দুদকের মামলা
সাগর চৌধুরীঃ আজ বুধবার ২৬ কোটি ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর (৩৩ নং ওয়ার্ড) তারেকুজ্জামান রাজীব এর বিরুদ্ধে দুদকের মামলা করেছে।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য জানান, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে সর্বমাট ২৬,১৬,৩৫,৯০৫/- (ছাব্বিশ কোটি ষোল লক্ষ পয়ত্রিশ হাজার নয়শত পাচ) টাকার অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে নিজের নামে এবং বেনামে অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে বর্ণিত ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রনব কুমার ভট্টাচার্য জানান,দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা হয়েছে।