ছদ্মবেশে দুদকের অভিযান

PicsArt_07-23-10.28.13.jpg

ছদ্মবেশে দুদকের অভিযান

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে অভিযান পরিচালিত হয়েছে।

সাগর চৌধুরীঃ বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণে অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানির অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন জেলা কর্মসংস্থান অফিস, ঢাকা-তে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার -এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়। উপস্থিত আনসার সদস্য এবং কিছু দালাল শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সেবা প্রদানের বিভিন্ন স্তরে তাদের নিকট হতে টাকা আয় করছেন এমনটি টিমের নিকট প্রতীয়মান হয়। টিম জানতে পারে, ফিঙ্গার প্রিন্ট প্রদানের ফরম বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও সেগুলো দালাল ও আনসার সদস্যরা ১০০ টাকার বিনিময়েব বিক্রি করে। এছাড়া টাকার বিনিময়ে ফিঙ্গার প্রিন্টের সিরিয়াল এগিয়ে দেয়া হয় এমন প্রমাণও পায় অভিযানকারী টিম। দুদক টিম পরিলক্ষিত অনিয়মসমূহের বিষয়ে পরিচালক (ইমিগ্রেশন) ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ঢাকা অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস রূপার সাথে কথা বলে। তাৎক্ষণিকভাবে দুইজন আনসার সদস্যকে বদলি করা হয় এছাড়াও দালালদের দৌরাত্ম্য রোধ ও উক্ত অফিসের আশেপাশের ফরম বিক্রির দোকানগুলো বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করার সুপারিশ করে দুদক টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top