ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামগ্রিক কর্ম-মূল্যায়নেরে পুরস্কার পেলেন ওসি মান্নান

PicsArt_09-21-02.47.48.jpg

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামগ্রিক কর্ম-মূল্যায়নেরে পুরস্কার পেলেন ওসি মান্নান

রাণীশংকৈল প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা, ৪টি উপজেলা। অপরাধ প্রবনতা যেমনি বেশি তেমতি ভাবে রয়েছে চৌকস থানা পুলিশের কর্তব্য পালনে শতভাগ চেষ্ঠা।

থানা পুলিশের দার্য়িত্ব পালনে আরো বেশি মনোযাগী করতে রংপুর রেঞ্জের ডিআইজি দিয়েছেন সম্মাননা স্মারক।

গত আগষ্ঠ মাসের মাদক মামলা ১১টি গ্রেফতার ১১জন উদ্ধার ২১১০ পিচ ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল ও ৩৫০গ্রাম গাঁজা। ধর্ষণ মামলা ৩টি, অপহরণ ২টি উদ্ধারও ২টি, খুন ১টি, ওয়ারেন্ট তামিল ৪২টি, সাধারণ মামলা ১৫টি ও সাজাপ্রাপ্ত ৪টি আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

এছাড়াও সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও তাবলীগী জামাতের জেলা ইজতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করায় সামগ্রিক কর্ম মূল্যায়ন করে গত ১৯ সেপ্টেম্বর রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচায্য মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসাবে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানকে সম্মাননা স্মারক পূরস্কার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম সেবা) সহ ৮ জেলার পুলিশ সুপাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top