ঢাকায় দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স শুরু ১৭ সেপ্টেম্বর।
স্টাফ রিপোর্টারঃ ঢাকায় আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স ও লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।
রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গ্লোবাল ল’ থিঙ্কারস সোসাইটি ও গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত এবারের সম্মেলনে ২৯টি দেশের যুব প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সম্মেলন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে গ্লোবাল ল’ থিঙ্কারস সোসাইটির সাধারণ সম্পাদক রাওমান স্মিতা সাংবাদিকদের বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং তরুণদের নেতৃত্ব বিকাশের জন্যই দ্বিতীয়বারের মতো এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। এর আগে নেপালে প্রথম সম্মেল অনুষ্ঠিত হয়।
তিনি জানান, এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ল’ থিঙ্কারস সোসাইটির সহসভাপতি আহসানুল আলম জন, সাংগঠনিক সম্পাদক নাবিল উদ্দিন ও অর্থ সম্পাক ফাতেমা ইসলাম সুমী।