ভোলার চরফ্যাশনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সহ দুদকের আট অভিযান।

20190711_133217.jpg

ভোলার চরফ্যাশনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সহ দুদকের আট অভিযান।

দুদক পিআরঃ রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, শরীয়তপুর, পটুয়াখালী, বগুড়া ও ভোলায় দুই দিনে ৮টি অভিযান চালিয়েছে দুদক। গত মঙ্গলবার ও বুধবার (২৭ ও ২৮ আগস্ট) এসব অভিযান চালানো হয়।




এর মধ্যে বুধবার ঢাকা, চট্টগ্রাম, শরীয়তপুর, পটুয়াখালী, বগুড়া ও ভোলায় এবং মঙ্গলবার ভোলা ও ঢাকায় অভিযান চালায় দুদক।
দুদক জানায়, আইন মেনে স্ক্র্যাপ জাহাজ আমদানিসহ তা কাটা হচ্ছে কিনা, তা যাচাই করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিবেশের ক্ষয়ক্ষতির বিষয়টি দুদকের নজরে আসে। জাহাজ কাটার সময় দূষিত তেল ও বিষাক্ত তরলবর্জ্য নদী থেকে সাগরে মিশছে, এমন চিত্র দেখতে পায় দুদক টিম। অভিযানে ৪টি প্রতিষ্ঠানের এসব অনিয়ম পাওয়া যায়।



পারিবারিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কেনা ও ভাঙানোর ক্ষেত্রে ঘুষ নেওয়াসহ গ্রাহক হয়রানির অভিযোগে ঢাকায় প্রধান ডাকঘরে অভিযান চালায় দুদক।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মহিলা অধিদফতরের টেইলারিং প্রশিক্ষণে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।

এছাড়া পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দেউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় এবং ভোলার চরফ্যাশনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পৃথক অভিযান চালায় দুদকের তিনটি টিম।

এছাড়া মঙ্গলবার ভোলা লঞ্চঘাট টার্মিনালে ও ঢাকায় সাধারণ বীমা করপোরেশনে পৃথক অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top