বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা লিখেছেন।
এখনো কোন ছাত্র ছাত্রীকে কি হতে চাও জিজ্ঞাসা করলে প্রথমেই বলে আমি ডাক্তার হতে চাই। কেন? মানুষকে সেবা দেওয়ার জন্য।
গতকাল থেকে বিদ্যুৎ বন্ধ, পানি নাই। দুঃখের কথা কর্তৃপক্ষ আমাকে একবার জানানোর প্রয়োজনীয়তা বোধ করে নাই। রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল পাই নাই।
তার পরবর্তি কর্মকর্তাকে ফোনে কিছু অনুরোধ করলাম। এরপর জেলা প্রশাসক মহোদয় রাত ১১ টা ১১ মিনিটে ফোন করে তাকে পায় নাই। আমাকে কিছু নির্দেশনা দিলেন। সকালে স্যারের নির্দেশনা অনুযায়ী জরুরী বিদ্যুৎ বিভাগের আন্তরিকতায় মিটার ঠিক করে বিদ্যুৎ ও পানির সংযোগ চালু করা হয়।
এছাড়া জরুরি ভিত্তিতে ১০ টি ফ্যানের জন্য স্বাস্থ্য প্রকৌশলকে বলা হলে তারা আগামী তিনমধ্যে সরবরাহ করবেন বলে জানান। অসুস্থ মানুষেরা আমাদেরই প্রিয়জন।