ভোলায় ঈদে কোন প্রকার চাঁদাবাজি হবেনা – পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

PicsArt_08-06-08.50.25.jpg

ভোলায় ঈদে কোন প্রকার চাঁদাবাজি হবেনা –
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

জেলা প্রতিনিধিঃ এবারের ঈদে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা। কোন লঞ্চ বাসে ওভার লোডিং করলে কঠোর ব্যবস্থা। কোন সংঘঠনের নামে চাঁদাবাজি হলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হবে। চুরি ঠেকাতে দায়িত্বরত গার্ডদের আরো দায়িত্বশীল করতে হবে।



বড় প্রতিষ্টানগুলোকে সিসি টিভির আওতায় আনতে হবে। ফিটসেন বিহীন কোন লঞ্চ ও বাস চলাচল করতে দেয়া হবেনা, তবে যাত্রি ভোগান্তির দিকেও খেয়াল রাখবে পুলিশ। কোন অনিয়মের খবর পেলে তাৎক্ষনিক মোবাইল কোর্ট। ঈদুল আজহা উপলক্ষে পুলিশ সুপারের হল রুমে ভোলার ব্যাবসায়ী লঞ্চ মালিকসহ ব্যাবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

আজকের সভায় উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক আবু তাহের, পুজা উৎজ্জাপন কমিটির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, অমিতাভ রায় অপু, বি আই ডাব্লিউ টি এর সহকারি পরিচালক কামরুজ্জামান, হিন্দু বদ্ধৌ খৃষ্টান ঐক্য পরিষদের আহব্বায়ক অভিনাষ নন্দি।



আজকের মতবিনিময় সভার সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ সাফিন মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর সার্কেল মিজানুর রহমান, সদর থানার ওসি ছগির মিয়া সহ পুলিশ ও গণমাধ্যম কর্মিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top