লন্ডন থেকে লিখেছেন – পিয়াল হাসান।
দু’দিন ধরে পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন মাধ্যমে দেখলাম গরুর মাংসের দাম এর ব্যাপারে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে।
তবে আমি একটা আইডিয়া বলি, সরকারি উদ্যোগের যদি সরকারি ভাবে কোনো ডেইরি ফার্ম করা হয়, সেখান থেকে বছরের সাধারণ জনগণের জন্য একটি নির্দিষ্ট মার্কেটে মাধ্যমে গরুর মাংস সরবরাহ করা হয়, এবং সহনশীল মূল্যের মাধ্যমে এগুলো ক্রয় করতে পারবে।
.. এত মিটিং এত কিছু তো প্রয়োজন নাই শুধু উদ্যোগ নেয়া সরকারিভাবে ডেইরি ফার্ম করা..
আমার মতামত এই উদ্যোগটা গ্রহণ করলে সমস্যা সমাধান করা সম্ভব। ছোট একটা সমস্যার জন্য একটা উদ্যোগ নিলেই সমাধান হয়ে যায়?
দেশের বাহিরে থাকা রেমিট্যান্স যোদ্ধা।
লন্ডন থেকে লিখেছেন আজ, পিয়াল হাসান।