খানিকটা চাওয়া
মোঃ আঃ কুদদূস
অবিরাম অনুনয়, তোমার সকাশে,
পথ হারালেও আমাকে দেখাও পথ;
হিরে মণি মুক্তা খচা, শ্বাশত অমর,
ভালোবাসা মোড়া-সহজ সরল রথ।
আঁধারে আবৃত পথে ফিনফিনে আলো
ছড়িয়ে দাও, হেরিতে হেরার রশ্মি।
আলো ভরা পথ মাঝে জ্বালাও তোমার
জ্যোতির্ময় শিখা, চিরন্তন চাহনিতে।
তব দৃষ্টির বাইরে- সীমান্ত রেখায়
নাই কিছু নাই মোর, অন্তরতর হে।
আকাশ বাতাস শুধু তব আজ্ঞা বহে
নিশ্চুপ রজনী তোমারই গুণ গাহে।
গ্রহান্তরে হেরি- সপ্তর্ষি মন্ডল বাতি
সেই প্রদীপ ছড়ায় তব গান-স্তুতি।
সীমার উপর তুমি অপার অসীম,
অসীমের মাঝে হারাই, আমি সসীম।
ধরার আলোক, আঁধারে হারায় যদি
তবু তোমার আলো জ্বলে যে নিরবধি।
কোন সুদূরে, আসন পাতিয়াছো তুমি
আসমান ব্যাপী সেই আসন বিস্তৃত।
সীমার মাঝে তোমার অবিরাম চলা
চারদিকে আলো, আঁধারে হারায় বেলা।
কোথায় নেই চাহনি- ওগো বন্ধুবর?
দৃষ্টির আলোক রৌশন ছড়ায় সদা।
তব পথের সন্ধানে, আমি চেয়ে থাকি
কবে কোথায় তোমার দেখা পাব আমি?
তোমার সকাশে চাই- শুধু আলো শিখা
আঁধারে দূরে দেখাও সুপথের দিশা।
নদীর বয়ে চলার কুলুকুলু শব্দ
তব অনুপম গান গেয়ে গেয়ে যায়।
নিভৃত নিরালে, বসে বসে নিশাচর
অনুগ্রহ যাচনা করে নদীর তটে।
মায়ার আধার, পূর্ণ করে-ধন্য করো,
অবারিত মমতায়, খানিকটা চাওয়া।
১৩ ফেব্রুয়ারি ২০১৮
অমিত্রাক্ষর ছন্দ।