মানায় না
শাহিনা খাতুন
যতই এগুতে চাই
ঘুরে ফিরে সেই বস্তুপ্রেম
কত কি যে চাই
তালিকার আকার ছোট
করার প্রক্রিয়া যদিও অবিরত
তবুও এ ছেনাল পরাণ
চায় আর চায়
পদভার আপদভার দুটোই
নিয়মিত আসা যাওয়া করে
পি আর এল এর তারিখের মত
মৃত্যুর তারিখ জানা থাকলে
হিসেব হত বরাবর
কিছুই জানিনা
শুধু জানি আমি এখনও
তোমার বৃক্ষের মত হতে পারিনি
তোমার পাখির মত হতে পারিনি
তোমার বাউলের মত হতে পারিনি
এখনও একতারাটা সুরহীন
হয়ে আছে বুকসেল্ফের কোনায়
দোতারার সুরও নিভু নিভু প্রায়
শরিয়ত মারফত ভুলে গেছি
বিক্রি হয়ে আছি বস্ত পুজায়
হে আমার দয়াল
শুধু তোমার প্রশ্রয়ের ভরষা
সেদিন বাজারে দেখা ক্রিস্টাল নুনের বাটি
যদি আমায় এখনও আকৃষ্ট করে
তবে তোমার নাম বড় বেমানান হয়ে যায়
সুর করে আওড়াই
বালাগাল উলা বেকামালিহি
তুমি বলতেই পার
তোকে মানায় না
সত্যিই মানায় না।