বোরহানউদ্দিনে হরিণের মাংস সহ যুবক আটক।
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ১১০ কেজি হরিণের মাংস ও ১টি চামড়া সহ ঝন্টু চন্দ্র দাস নামক এক ব্যাক্তিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজ নগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে বলে জানায় পুলিশ।
বোরহানউদ্দিন থানার এসআই জ্ঞান কুমার জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের 8নং ওয়ার্ডে তার টহল পুলিশের দায়িত্ব পালন কালে তাকে রাস্তার উপর মাংস ও চামরা সহ আটক করেন।
এ সময় তার সাথে থাকা অপর সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, আটকৃত মাংস ও চামড়া ভোলা সদরে অবস্থিত আলাউদ্দিনের টোলের মালিক আলাউদ্দিনের।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, আটকৃত সহ তার সঙ্গীয়দের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।