তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “হৃদয়”।

Uno.1.jpg

হৃদয়
মোঃ আঃ কুদদূস

এই হৃদয় মন্দিরে বুনেছি আমি নিজে নিজ
প্রেমের এক মুঠো লাল রঙ্গনার সবুজ বীজ।
সেই বীজে ফুটে বের হয়েছে অঙ্কুর- দুটি পাতা,
একটি অনবদ্য কুঁড়ি, জীবনের খাতা।
হৃদয়ের গহীন তলে বসিয়েছি এক প্রেমের আয়না
সে আয়নায় তার মুখ ছাড়া কিচ্ছু দেখা যায় না।
এই হৃদয়ের নদীতে ভেসে যায় নৌকা তুলে পাল
আমি বসে আছি নিরবে নৌকায়, ধরে হাল।
এই হৃদয় মাঝে রাখব তাহাকে আমরণ পুষে
যে নিজ হাতে প্রেমে মাল্য পড়িয়েছে।
স্বেচ্ছায় যে গেছে হারিয়ে ব্যথা-বিরহের আর্তনাদে,
তাকে ভুলে যাই হৃদয়ের সতত তাগিদে।
অন্তরে তাকে রাখি সযতনে-যে মোরে করেছে পর,
পরের তরে এই জীবনের প্রতিটি প্রহর।
মনের আঙিনায় উঁকি দেয় একটি মায়াবী মুখ
দেখিয়া সেই মুখ, আশায় বাধি এই বুক।
যাকে বাসি ভালো, রাখি তারে বুকের ভিতর,
দেখা হোক বা না হোক, তাকে দেই আদর।
হৃদয় বীণার তারে তারে বেজে ওঠে কত ছন্দ
ছন্দের আনন্দে ভুলে যাই তার ভালো-মন্দ।
আঁধারে বসে সন্ধান করি-কে জ্বালায় মনের আলো?
আমি মন্দ থাকলেও সে যেন থাকে ভাল।
যে আমাকে দিয়েছে শুধু এক বুক প্রেম
সেই তো আমার মনের মণি-মুক্তা-হেম।
এই হৃদয়ের স্বচ্ছ আয়নায় ভাসে সে ছবির প্রতিচ্ছবি
যে ছবি বিলায় কিরণ, হয়ে আমার রবি।
চিত্তের সুখ হারায়ে যায়-না দেখে তার হাসির ঝলক,
যে হাসির ঝংকারে পড়ে না চোখের পলক।
হৃদয়ে জুড়ে আছে যে-সে হবে না কখনো পর
মমতায় বেঁধেছি হৃদয়ের চিলেকোঠা ঘর।
হৃদয় হৃদয় চিনে, মন জানে মন, অন্তরে অন্তর,
যে জগতে আপন, সে হয় না কখনো পর।

৬ অাগস্ট ২০১৮
সমিল মুক্তক ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top