তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা”শাজাদী”।

Uno.1.jpg

শাজাদী
মোঃ আঃ কুদদূস

তুবড়িতে সুর তোল তিলোত্তমা,
তিলাঞ্জলি কালে
সমুখ সাক্ষাৎ সহসাই সইবে না,
হৃদয় গহীন তলে।
তব তূর্য তাড়ায় মম তূষ্ণীম্ভাব
তড়িত গতিতে
তুরুমে চড়িয়ে নিস্তেজ করো
তব সব শক্তিতে।
কবে কবোষ্ণ জলপানে ধন্য হব
হে উষ্ণ অভিবাদয়িতা
আঁধারের আলোয়ে আহলাদিত হব
হেরি হে নিবেদিতা।
নিত্য নিরাভরণে নিয়ন আলোর
নিরাতপা নিরাভিমানিনী
হৃদ মন্দিরে তব রূপ অপরূপ
অমলিন-তা শুধু জানি।
পরি লৌহি হও লোহিত্য হেরি মম
লৌহ শক্ত লৌকিকতা
অন্ধকারে অন্ধ হয়ে অস্থিরতা তব
বাড়ায় মম বিষন্নতা।
শশিকলার মত সলজ্জ সহাস্যে
তুমি ছড়াও শশীর প্রভা
শাজাদি,শ্মশাণে আমার জ্বালিও,
আঁধারে আলোর আভা।
তোমার তরী তরঙ্গে তটস্থ হলেও
হাল ধরো শক্ত হাতে
প্রাণের প্রাণ সুস্থির-হারায় না কভু,
আপ্রাণ প্রচেষ্টা শতে।
আনন্দে আমুদে অম্লান বদনে হেরি
মায়া মমতার হাসি
যেন তব রাজকীয় মাল্যে রক্তাভ রঙ্গনা-
অজস্র রাশিরাশি।
হৃদয়ের আয়নায় হেরি মম হৃদয়
সদা উষ্ণ আলিঙ্গনে
স্বপ্নের সাথী তুমি হও মম সারথি
জীবনের সবখানে।

২৮ জুলাই ২০১৮
সমিল মুক্তক ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top