তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা”নিবেদন”।

Uno.1.jpg

নিবেদন
মোঃ আঃ কুদদূস

দয়া করো হে মমতাময়ী রাহমানুর রাহীম
তুমি তো জানো করেছি আমি গুনাহ অপরিসীম
দূর বহু দূরে সরে গেছি হতে তব রহমত
ক্ষমা যে পাব আজ দেখি না তার কোন আলামত।
তুমি রহমান, দয়ার সাগর- এ হলো ভরসা
ফিরিয়ে দাও যদি খালি হাতে নেই তাহলে আশা
পাপের দরিয়ায় পড়িয়া না দেখি কূলকিনারা
এমন কেউ নাই যে করিবে উদ্ধার তুমি ছাড়া।
মম মুখ হরিয়েছে পবিত্রতা, কন্ঠে নেই জোর,
শুনলে হবে খুশি -এমন ভাষা জানা নেই মোর
যেই হাত তুলিলে কাঁপিয়া উঠে তোমার আরশ
সে হাত আজো পায় নি তব প্রিয়জনের পরশ।
সত্যি প্রভূ দয়াময়, আমি করেছি বড় অন্যায়
তব হুকুম করি তরক, বিনা ওজরে স্বেচ্ছায়
খেয়ালের ভুলে, গেছি ভুলে ফারাক সত্য- মিথ্যার
তুমি ছাড়া কে আছে আজ যে করিবে মোরে উদ্ধার?
পরম করুণাময়, রাব্বুল আলামীন মাওলা
তব কুদরতি হাতে আমাকে করলাম হাওলা
ভুল করে অনুতপ্ত হয়েছি তোমার দরবারে
তব অসীম গুণে দয়া করো এ সসীম বান্ধারে।
আমার পাপ যদি হয় পরিমাণে এক সাগর
রহমত তব গুণিবে এমন সাধ্য আছে কার?
তব নিয়ামতে ডুবে আছি মোরা সকাল সন্ধ্যায়
দোযখে পুড়ে লজ্জিত করো না তব প্রিয় বান্ধায়।
তব দয়া ভিক্ষা চাহি আজিকে ভুলে মম ইজ্জত
তুমি ক্ষমা করিলে তা ফিরায় আছে কার হিম্মত
তোমার দয়ার চাদরে আবৃত করো হে রাহীম
বিপদে আপদে হেফাজত কর অনন্ত অসীম।

১৩ জুলাই ২০১৮
লঘু মহাপয়ার ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top