পল্লী প্রকৃতি
মোঃ আঃ কুদদূস
চন্দ্রমল্লিকা বাগানে দেখেছি তোমার অপূর্ব মায়াবী মুখ
পূর্ণিমার আলোতে বুজেছি তুমি মোর কতটা আপন
তাই হাসনাহেনার সৌরভে খুঁজেছি আমার অফুরন্ত সুখ
ঝিঁ ঝিঁ পোকার ডাকে মুখরিত পল্লীতে করেছি রাত যাপন।।
এখানে সোনালি সূর্য হারিয়ে জনপদ পড়ে অাধারে ঢাকা
চারদিকে অদ্ভূত আধার, কোলা ব্যাঙের একটানা ডাক
ঝিরঝির বাতাস,জনমানবহীন পথঘাট, একদম ফাঁকা
কেয়া বন হতে ভেসে আসছে শিয়ালের হুররে হুয়া হাক।।
পানকৌড়ির দল, দিঘির জলে মাছ ধরতে দেয় ডুব
রাজহাঁস সব ব্যস্ত আজ নতুন পানিতে নতুনের সন্ধানে
শিশুদের দল গোসলের নামে লাফালাফি করছে খুব
আনন্দের সীমা নেই, নতুন পানিতে নিত্যানন্দে বস্রহীন বদনে।।
এখানে এই বৃষ্টি এই রোদ,এই সূর্য এই চাঁদ,মেঘের খেলা
গুরুম গুরুম মেঘের ডাকে কী ভয়ঙ্কর বিজলী বিদ্যুত
হর্ষ বিষাদে ভরা, নির্জনতায় ভীষন একাকী সারা বেলা
সব কিছুই ধূসর, কুটিলতায় ভরা মানুষ, কী যে অদ্ভূত!
প্রকৃতি অবারিত, ভালোবাসায় বিমোহিত করে সারাক্ষণ
বিস্ময় হতবাক, আবার কবে দেখব এমনি সুন্দর পৃথিবী
তব প্রিয় হাসি, চাঁদহীন অমাবস্যায় প্রেমের আলিঙ্গন
কৃষ্ণচূড়ার এই রাজ্যে আবার আসিব দর্শনে হে মায়াবী।