মাঝে মাঝে কেমন কাঁদতে ইচ্ছে হয়।
সাগর চৌধুরী।
ঘুমট মেঘ কেমন নিরবতা পালন করে।
সরে যায় না। থমকে থাকে। কেমন স্থীর!
বৃষ্টির ফোঁটা কার অপেক্ষা করে, প্রহর।
বাতাসে পানি, নিশ্বানে পানি, হাহাকার !
মেঘের আহাজারীতে পৃথিবী নিচুপ।
পশুপাখি অসাড়। হায় ভুবনেশ্বর
তবু বৃষ্টি কেন আসে না।
মাঝে মাঝে কেমন কাঁদতে ইচ্ছে হয়।
অপেক্ষা আর অপেক্ষা ।
অপেক্ষার জালে তেলাপোকা খায় টিকটিকি।
তবু বৃষ্টির আশায় রাত্রী অপেক্ষায়। আমি নির্বিকার!
পানির সাথে মাটির আঠালো নদী ঠেলে আমার গতি
পানি আর মাটি কেন পৃথক থাকে না। মহাকাল ?
অবশেষে বৃষ্টি হয়। রাত্রী আর অপেক্ষা করে না।
তবু কেউ অপেক্ষা করে না।
মাঝে মাঝে কেমন কাঁদতে ইচ্ছে হয়।
মেঘের নিচে চোখের পানি নিজেও
দেখতে পাওয়া যায় না। তবু বৃষ্টি পড়ে অভিরাম।
ধুয়ে যায়, পুরনো ক্ষত, হাজার অভিমান ।
ধুয়ে যায়, কলম কালি, নির্জন নিরালায়। ওমেঘ ।
ভেসে যায়, মিশে যায়, স্বপ্ন অফুরান।
মাঝে মাঝে কেমন কাঁদতে ইচ্ছে হয়।