ভোলা দুলার হাট প্রেসক্লাবের সাধারণ সভা ও থানা প্রশাসনের সাথে মতবিনিময়।
গিয়াস উদ্দিন: ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সাধারন সভা ও থানা প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ(১১জানুয়ারী) শনিবার ২০২৫ ইং নতুন বছরের শুভেচ্ছা শিতকালীন অবকাশ, সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় বক্তারা বলেন ভোলা জেলায় নামে বেনামে বহু সাংবাদিক সংগঠন গড়ে উঠছে।যা মানুষ হয়রানির স্বীকার হচ্ছে। ভোলা জেলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় এর ব্যতিক্রম। এখানে দুলার হাট প্রেসক্লাব ব্যতিত কোন সাংবাদিক সংগঠন নেই।দুলার হাট থানার সকল দুর্ণীতি এবং অনিয়মের বিরুদ্বে তুলে ধরতে সকল সংবাদকর্মীদের উদাত্ব আহবান করা হয়েছে।তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের স্বচ্ছতা ও স্বাধীনতার উপর গুরুত্বারুপ প্রদান করা হয়।
চরফ্যাশন পশ্চিমাঞ্চলে সাধারন মানুষের হৃদয়ে কথা মনের কথা পরিবেশনের মধ্য দিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ব সাংবাদিকতার স্থান করে নিতে হবে।
বিগত সরকারের আমলে সংবাদ সাংবাদিকতা জিম্মিদশায় ছিলো সেখান থেকে উর্ত্তীরনের পথ প্রশস্ত করতে হবে। তার জন্য সকল সাংবাদিকের ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারা এই পেশাকে সামনে রেখে ধান্ধা করবার মিশনে থাকবেন তাদের স্থান এ প্রতিষ্ঠানে হবে না।
সাংবাদিক পরিচয়ে কোন অপকর্মে লিপ্ত হলে এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অত্র প্রতিষ্ঠান থেকে বহিষ্কার এবং আইনের আওতায় বিচারের সমুক্ষ্মীন হতে হবে।
সভায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ শাহাবুদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক একে এম গিয়াসউদ্দিন, মো: নাজিম,মো:মোস্তাফিজুর রহমান, মাহাতাবউদ্দিন মন্জু,মো:সিরাজুল ইসলাম,মো:বাবুল হোসেন প্রমুখ।
পরে দুলার হাট থানা অফিসার ইনচার্জ মো:আরিফ ইফতেখারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সংবাদকর্মীরা। পরে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করা হয়।