আমার ভাইয়ের রক্ত
তোমাদের তান্ডব লীলা দেখতে দেখতে আমি ক্লান্ত।
আমি দু’চোখের পাতা এক করতে পারি নি।
সেই ভয়াবহ দৃশ্য আমার চোখে ভাসে।
শান্ত হও
ঘরে ফিরো
একবার ভেবে নিও
তোমাদের চেয়েও তারা অনেক শক্তিশালী ছিল।
তারা হিমালয়ের মত দাঁড়িয়ে ছিল।
তোমরা বিজয়ের পতাকা তুলে ধরেছো চূড়ায়।
রক্তাক্ত দেশের মাটি ভিজে ভেসে গেছে সাগরে
গুলির খোসাগুলো গুনে গুনে রেখেছি।
কতগুলো তাজা প্রান। কতগুলো আহা!
রাতের পর রাত দিনের পর দিন ঘুমাতে পারি নি
চোখের সামনে গুলি! শরির নিথর হয়ে পড়ে আছে
আমার ভাইয়ের। রক্তের বন্যায় ভেসে গেছে রাস্তার কালো পিচ।
বুকফাটা চিৎকার আহা!
ও আমার ভাই।
সাগর চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক।