রোহিঙ্গা ও স্থানীয়দের সমস্যা নিয়ে আইআরসির চিত্র প্রদর্শনী

Picsart_24-02-20_12-55-50-537.jpg

রোহিঙ্গা ও স্থানীয়দের সমস্যা নিয়ে আইআরসির চিত্র প্রদর্শনী

বিশেষ প্রতিবেদকঃ ছবির মাধ্যমে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারের সমস্যা ও সংগ্রাম তুলে ধরতে রাজধানীর গুলশান -২ আলোকচিত্র প্রদর্শনী শেষ হচ্ছে কাল। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি (আইআরসি)  বে এজওয়াটার এর এজ গ্যালারিতে এ প্রদর্শনী চলছে।    

মূলত ছবির মাধ্যমে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা জনগোষ্টি ও স্থানীয় জনগণের সংগ্রাম ও সমস্যাগুলি নিয়ে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে দাতা সংস্থা, বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের পূণরায় নজরে আনতে এই আয়োজন করা হয়েছে।

এই প্রদর্শনীতে উঠে এসেছে তাদের সংগ্রাম ও নানা ধরনের চ্যালেঞ্জ, সমস্যাগুলো মোকাবেলা করার শক্তি এবং সবকিছু নিয়ে টিকে থাকা লড়াইয়ের গল্প।

বাংলাদেশের স্বনামধন্য ভিজ্যুয়াল আর্টিষ্ট শিল্পি ওয়াকিলুর রহমানের তত্বাবাধানে প্রদর্শনীকে অন্যমাত্রায় রুপ দিয়েছে। ২০১৮ সাল থেকে রোহিঙ্গাদের ২৭টি ক্যাম্পে প্রায় ৪ শতাধিক কর্মী নিয়ে কাজ করছে আইআরসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top