শিল্পকলা পদক ২০২১-২২ অর্থ বছরে পাচ্ছেন যারা

Picsart_24-01-16_07-43-54-532.jpg

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণীজন ও সংগঠন।

সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত প্রত্যেকেই পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক।

২০২১ ও ২০২২ অর্থ বছরে যে সকল শিল্পীরা শিল্পকলা পদক পাচ্ছেন:

২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন
১. যন্ত্রসঙ্গীত- জনাব মো: নূরুজ্জামান
২.  নৃত্যকলা- জনাব শারমীন হোসেন
৩. কণ্ঠসংগীত- জনাব সাদি মহম্মদ
৪. চারুকলা- শিল্পী বীরেন সোম
৫. নাট্যকলা- অধ্যাপক আবদুস সেলিম
৬. লোকসংস্কৃতি – জনাব মো: নহীর উদ্দিন
৭. চলচ্চিত্র- ড. মতিন রহমান
৮. আবৃত্তি – কাজী মদিনা
৯. যাত্রাশিল্পী – জনাব এম. এ. মজিদ
১০. সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

২০২২ সালে শিল্পকলা পদক পাচ্ছেন যারা

১. যন্ত্রসঙ্গীত- জনাব ফোয়াদ নাসের
২. নৃত্যকলা- জনাব সাজু আহম্মেদ
৩. কণ্ঠসংগীত- জনাব এলেন মল্লিক
৪. চারুকলা- অধ্যাপক অলক রায়
৫. নাট্যকলা- জনাব খায়রুল আলম সবুজ
৬. লোকসংস্কৃতি – জনাব সুনীল কর্মকার
৭. ফটোগ্রাফি- জনাব রফিকুল ইসলাম
৮. আবৃত্তি- মীর বরকতে রহমান
৯. যাত্রাশিল্পী- জনাব অরুণা বিশ্বাস
১০. সৃজনশীল সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।

জানা গেছে, খুব শিগগিরই রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

আরও সংবাদ পড়ুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

আরও সংবাদ পড়ুন।

একুশে পদক দেবেন আজ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও সংবাদ পড়ুন।

কবি ফররুখ আহমদের স্মৃতিবিজড়িত বসত বাড়ি অক্ষুন্ন রেখে রেল লাইন স্থাপনের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top