দ্বাদশ জাতীয় সংসদে গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন রুমানা আলী টুস।এবারই প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্বপেলেন এবং সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হলেন।
বিশেষ প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন
বেগম রুমানা আলী টুসি।
তিনি গাজীপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা তিনি রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদে গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন রুমানা আলী টুস।এবারই প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্বপেলেন এবং সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটে পরাজিত করেন তিনি।
বেগম রুমানা আলী টুসির আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন জাকির হোসেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। চাকরি দেওয়ার নাম করে ঘুষ কেলেঙ্কারির ঘটনা জানাজানি হলে, এবার জাকির হোসেন মনোনয়নই পাননি।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি