পুলিশের এসপি থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ অনুমোদন

Picsart_23-01-03_00-12-44-891.jpg

পুলিশের এসপি থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ অনুমোদন

বিশেষ প্রতিবেদকঃ পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যন্ত ৩৬৫টি ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। নিয়মিত পদের তুলনায় অতিরিক্ত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াকে ‘সুপারনিউমারারি’ বলা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদন পাওয়া পদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে।

আলোচনা আছে, এখন এ বিষয়ে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগির পুলিশের এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হবে। বিভিন্ন ব্যাচের পদোন্নতিবঞ্চিত অথচ যোগ্য কর্মকর্তারা এতে স্থান পাবেন বলে জানা গেছে। তবে পদোন্নতি পাওয়ার পরও এসব কর্মকর্তাদের অনেককে ‘ইনসিটু’ বা আগের দায়িত্বে কর্মরত থাকতে হবে।

পুলিশের অভিজ্ঞ ও পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের জন্য এমন ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির ব্যাপারে কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

আরও সংবাদ পড়ুন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আইজিপি – সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন

আরও সংবাদ পড়ুন।

সুপার নিউমারি পদ সৃষ্টি – পুলিশের ৫২৯ কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন

আরও সংবাদ পড়ুন।

রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top