নিয়োগ ও দুর্নীতি – সিবিএ নেতা দেলোয়ার হোসেন আটক
অপরাধ প্রতিবেদকঃ দুর্নীতি এবং জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
দুর্নীতির অভিযোগে গৃহায়ন কর্তৃপক্ষে কর্মরত এক সিবিএ নেতাকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট২০২৩) দেলোয়ার হোসেন সচিবালয়ে এলে তাকে আটক করা হয়।
গৃহায়ন কর্তৃপক্ষের কাছে সেবা গ্রহিতারা সেবা পান না, এমন অভিযোগ আছে। বিশেষ করে বিভিন্ন জমি এবং ফ্ল্যাটের মালিকদের ফাইলপত্র আটকে রেখে দুর্নীতি করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারণে বেশ কিছুদিন ধরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছিল।
তদন্তে উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ মেলে। তার নিয়োগটিও জাল সার্টিফিকেটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিক ভাবে প্রমাণ হয়। এসব কারণে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে আজই চিঠি দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেলোয়ার গৃহায়ন কর্তৃপক্ষে দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে টাকা দিয়ে কমিটির সদস্যদের ম্যানেজ করতে চেয়েছিলেন।
আরও সংবাদ পড়ুন।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিজি আশরাফুল আলম ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা
আরও সংবাদ পড়ুন।
গণপূর্তের প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে দুদকের চার্জশিট