বহুদূর – শাহানা সিরাজী

Picsart_23-01-11_22-29-32-097.jpg

বহুদূর

আমার বনস্পতি যদি তোমার কাছে মনে হয় জঙ্গল, আমি কী করতে পারি!
আমার বাগ-বাগিচা কুসুমিত বাগান
পাখিদের বাউরি সুর
আর বনবিড়ালের লাফালাফিকে যদি বলো
অসহ্য, আমার কী করার আছে!

আমার স্নিগ্ধ সকাল আমার শান্ত দুপুর
আর কলোরোলরত বিকেল
যদি তোমার কাছে বিরক্তিকর উষ্ণীষ মনে হয়
আমিই বা কী বলবো!
ইটের পাঁজর ফুঁড়ে ছায়াবীথি কোথায় পাবে তুমি, তোমার রঙিন নেশার ধুলিময় শহরে?
যেখানে সকালে শ্যাম্পু করা চুল বিকেলে আড়ষ্ট হয়ে যায়
যেখানে সময়গুলো আত্মহত্যা করে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে বসে
যেখানে স্বপ্নগুলো চুরি হয়ে যায় দিন দুপুরে সদ্য ফোটা পদ্মের মতো
যেখানে আধফোটা মানুষগুলো ঝরে যায়
অকাতরে
আম সে শহরের নির্দয়মুখে কখনো শুনিনি মমতার সুভাষ
কখনো দেখিনি ছিন্নপত্রের একটি অক্ষরও

পুকুরের টলটলে জলের আয়নায়
তুমি হয়তো দেখতে পেয়েছো তোমার আদল
হয়তো তা দেখে চিৎকার করতে করতে মূর্ছা গিয়েছো,এই কী আমি!

অথচ এই পুকুরে আমি রোজ দেখি আমাকে
তাকিয়েই থাকি স্থির ধীর
আমাকে যেতে হবে বহুদূর….

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top