কারা অধিদপ্তরের পাঁচ কারা-উপমহাপরিদর্শককে বদলি

Picsart_23-01-03_10-06-06-940.jpg

কারা অধিদপ্তরের পাঁচ কারা-উপমহাপরিদর্শককে বদলি

সাগর চৌধুরীঃ কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচ কারা-উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২জানুয়ারী২০২২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে- বরিশাল বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে,

রাজশাহী বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে,

খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে,

ময়মনসিংহের কারা ডিআইজি প্রিজন্স মো: জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেট কারা ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব নতুন দেওয়া হয়েছে।

সম্প্রতিক বছরগুলোতে কারাগারে অনিয়ম ও দূর্ণীতির বিষয়ে দুদকের অভিযান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, গণমাধ্যমে সংবাদ প্রকাশ সহ একাধিক বিষয়গুলো বিবেচনায় রেখেই এই বদলি করা হলেও কারা অধিদপ্তরের একজন ডিআইজি বলেন, চাকুরির বিধান মেনেই এই বদলি করা হয়েছে। সরকার রাষ্ট্রের স্বার্থে তার যে কোন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি ও পদায়ন করে।

আরও সংবাদ পড়ুন।

কারারক্ষী পদে নিয়োগ অনিয়মে কী ব্যবস্থা, জানতে চেয়েছেন হাইকোর্ট

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top