রাজধানীর কারওয়ান বাজারে ৩০ কেজির বাঘাড় মাছ বিক্রি, ব্যবসায়ীর অর্থদণ্ড
অপরাধ প্রতিবেদকঃ রাজধানীর কারওয়ান বাজারে এক মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৩০ কেজি ওজনের একটি বাঘাড় বিক্রির অপরাধে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
কারওয়ান বাজারের মাছের আড়তে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ঢাকা), র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তরের যৌথ টহল অভিযানের সময় এ অর্থদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যবসায়ী বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তাই তাকে দণ্ড ধারা ৩৯ অনুযায়ী, ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই আড়ত থেকে জেলিযুক্ত নিষিদ্ধ ১০০ কেজি চিংড়ি ও ২০০ কেজি জাটকা জব্দ করে জরিমানা করা হয়।