শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার – আলী আজম মুকুল এমপি
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রণোদনার আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমের প্রণোদনা কর্মসূচি সফল ভাবে পালন করা হয়েছে, বোরহানউদ্দিন উপজেলার সুবিধাপ্রাপ্ত কৃষক সংখ্যা ৪৪০০ জন। গম, ভূট্টা, সরিষা সূর্যমূখী, চিনা বাদাম,সয়াবিন,মুগ ডাল ৮ টি ফসলের বীজ সার বিতরন করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আজম মুকুল এমপি।
আজ বৃহস্পতিবার (২৪নভেম্বর২০২২) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রাসেল মিয়া, বোরহানউদ্দিন উপজেলা এসি ল্যান্ড মুন্নী ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এইচ, এম, শামীম,বোরহানউদ্দিন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কাজী রমজান আলী সহ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
আলী আজম মুকুল এমপি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকারে বিনামূল্যে সার ঔষধ ও বীজ বিতরন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি কৃষি জমিতে ফসল আবাদ করতে হবে।