পুলিশের ডিআইজি মিজান চাকরি হারালেন

Picsart_22-11-03_20-38-44-069.jpg

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপরাধ প্রতিবেদকঃদুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকা ডিআইজি মিজানুর রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মিজানুর রহমানের (অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, সাময়িক বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) বিরুদ্ধে ২০১৯ সালে ৬ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার তদন্ত শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক অভিযোগে চার্জশিট দাখিল করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন। সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২ (১) ধারা অনুযায়ী মিজানুর রহমানকে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top