গোপালগঞ্জস্থ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ স্থাপনে ভূয়া বিল উত্তোলন – দুদকের মামলা
বিশেষ প্রতিবেদকঃ দুদক, সজেকা, ঢাকা-১ এর মামলা নং ০৭, তারিখ: ২৩/১০/২০২২ ধারা: দন্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৭১/ ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা।
গোপালগঞ্জস্থ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প-এর প্রকল্প পরিচালক/আয়ন-ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষরে প্রস্তুতকৃত ভূয়া বিল চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকায় দাখিল করে প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারী অর্থ হতে ২১,৮৩,২৮,৫১২/- (একুশ কোটি তিরাশি লক্ষ আটাশ হাজার পাঁচশত বার) টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের দায়ে
আসামী (১) মোঃ আনিসুর রহমান (৪৭),
প্রধান সহকারী/ক্যাশ সরকার, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা, পিতা- হাবিবুর রহমান, মাতা- মনোয়ারা বেগম, স্থায়ী ও বর্তমান ঠিকানা: হোল্ডিং নং ১৪০, সেকশন-১১, ব্লক-সি, এভিনিউ-৫, লেন-৫, পল্লবী, ঢাকা, জাতীয় পরিচয়পত্র নং ১৯৭৫২৬৯৬403৬১৮৬২৬;
(২) মোঃ মহসীন আলী (৪২), প্রোপ্রাইটর, এম জাহান ট্রেডার্স, ৩৫৪, বড় মগবাজার, দিলু রোড,উপজেলা- রমনা, ঢাকা-১২১৭, পিতা- মোহাম্মদ আলী, মাতা- জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- নরিংপুর, ডাকঘর- নরিংপুর, শাহরাস্তি, জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা: বাসা নং বি-৭/এল, শাহজাহানপুর রেলওয়ে কলোনী, ঢাকা, জাতীয় পরিচয়পত্র নং 5532373247
এবং
(৩) মোঃ মাহফুজ হুদা সৈকত (৩৫), স্বত্ত্বাধিকারী, গ্রীণ ট্রেডার্স, ১/১, পল্লবী, মিরপুর-১১, ঢাকা, পিতা-
মোঃ শামসুল হুদা, মাতা- মোসাঃ হোসনেয়ারা বেগম, ঠিকানা: ২১/৬, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা, জাতীয় পরিচয়পত্র নং ২৩৮৪০৩৬৬৮৩-এর বিরুদ্ধে এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে সজেকা, ঢাকা-১ এর মামলা নং ০৭, তারিখ:২৩/১০/২০২২ খ্রি. দায়ের করেছেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান,মামলাটিতে এস এম এম আখতার হামিদ ভূঞাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।