প্রতিমা বিসর্জনে থাকবে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা – অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম

Picsart_22-09-27_18-14-16-573.jpg

প্রতিমা বিসর্জনে থাকবে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা –
অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম

বিশেষ প্রতিবেদকঃ আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি তৎপর থাকবে নৌ পুলিশ।

মঙ্গলবার রাজধানীর গুলশানে নৌ পুলিশের সদর দপ্তরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা জানান নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

তি‌নি ব‌লেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে নৌ পুলিশের।

নৌ পু‌লিশ প্রধান বলেন, নৌ পুলিশের অধিক্ষেত্রে নদীকেন্দ্রিক ৭৭টি গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২টি পূজামণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শ‌ফিকুল ইসলাম ব‌লেন, প্রতিমা বিসর্জনের দিন বি‌কেল তিনটা থে‌কে যেন বড় নৌযান চলাচল কর‌তে না পা‌রে এবং কর‌লেও যেন নিরাপত্তা বেষ্টনীর ম‌ধ্যে চলাচল ক‌রে সে বিষ‌য়ে সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। এছাড়া নৌ পু‌লি‌শের পক্ষ থে‌কেও এ বিষ‌য়ে য‌থেষ্ট নিরাপত্তা থাক‌বে।

ঘাট গু‌লো‌তে রেস্কিউ টিম থাকার কথা উল্লেখ ক‌রে নৌ পু‌লি‌শের প্রধান ব‌লেন, সুন্দর ও নিরাপদ পূজা উদযাপনে নৌ পুলিশ সবসময় পাশে থাকবে। এছাড়া বিসর্জনের সময় নদী‌তে যেন বাল্ক‌হেড না চ‌লে, সে বিষ‌য়ে মালিক‌দের স‌ঙ্গে কথা বল‌বে নৌ পু‌লিশ। আর য‌দি চ‌লেও, তাহ‌লে যেন নিরাপত্তার বেষ্টনীর মধ‌্য দি‌য়ে ধীর গ‌তি‌তে চলাচল ক‌রে সে বিষ‌য়ে কথা বলা হ‌বে।

নৌ পুলিশ প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতিসহ নৌ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা পূর্ববর্তী, পুজাকালীন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্ত বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top