কুষ্টিয়া পাসপোর্ট অফিসে দুদকের অভিযান;তিনজনের জেল ও জরিমানা
সাগর চৌধুরীঃ আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুষ্টিয়া এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকের পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আজ (২৪আগষ্ট২০২২) দুদক, সজেকা, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পালের নেতৃত্বে সহকারী পরিচালক বিশ্বনাথন আনন্দ, মোঃ রকিবুল ইসলাম ও উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, মোঃ আবু তালহা, মোঃ আশিকুর রহমান এবং সুরাইয়া সুলতানার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করা হয়।
আজকের অভিযানকালে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত সায়মা টেলিকমের মালিক মোঃ মহিবুল ইসলাম ও লিটন এন্টারপ্রাইজের কর্মচারী রিপনের নিকট থেকে নগদ অর্থসহ গ্রাহকদের নামীর বিপুল পরিমান ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়। তারা উভয়েই পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালীর সাথে যুক্ত আছেন।
আজকের অভিযানকালে মোঃ দেলোয়ার হোসেন, সাবেক আনসার সদস্য সহ মোঃ মহিবুল ইসলাম ও মোঃ রিপনকে হাতেনাতে আটক করা হয় ৷ তৎক্ষণিকভাবে জেলা প্রশাসন, কুষ্টিয়া কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মহিবুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেনকে ০৩ মাসের ও মোঃ রিপনকে ০১ মাসের কারাদণ্ড প্রদান সহ প্রত্যেককে নগদ ৫,০০০ টাকা করে জরিমানা/ অর্থদন্ড প্রদান করা হয়।
অফিসের সকল নথিপত্র পর্যালোচনাসহ সুবিধা ভোগীদের জিজ্ঞাসাবাদে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সাথে অফিসে কর্মরত আনসার সদস্যদের সম্পৃক্ততা পাওয়া যায়।
সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম এর প্রত্যক্ষ মদদে এই অনিয়ম ও দুর্নীতি সংগঠিত হচ্ছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মাণ হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বলেন, এ প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।