ভোলায় বিএনপি’র নেতা কর্মীদের দফায় দফায় গুলিবর্ষন; নিহত একজন

Picsart_22-07-31_13-21-36-022.jpg

ভোলায় বিএনপি’র নেতা কর্মীদের উপর দফায় দফায় হামলা; নিহত একজন

জেলা প্রতিনিধিঃ আজ রবিবার সকালে দ্বীপজেলা ভোলার সদর উপজেলায় মহাজনপট্টি এলাকায় পুলিশের সাথে বিএনপি’র নেতা-কর্মীদের ধাওয়া পালটা ধাওয়া চলে।

    ভোলা সদরে গুলিবিদ্ধ হয়ে এভাবে রাস্তায় লুটিয়ে পরে বিএনপি’র কর্মীরা।

    একপর্যায়ে বি এন পির নেতা কর্মীদের উপর পুলিশ গুলি চালায়,এতে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, অনেকেই বলছেন, একাধিক জন নিহত হয়েছে। নিহতের নাম আঃ রহমান।

    পুলিশের গুলিতে আবদুর রহিম নামে একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও, গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য!
    ভোলা সদর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
    আজ সকালে গুলিবিদ্ধ বিএনপি’র কর্মীরা

    ভোলা শহরের পরিবেশ থমথমে। জনসাধারণ বেশ আতঙ্কিত! স্থানীয়রা চলাচলে সর্তকতা অবলম্বন করছে।

    এদিকে, ভোলা সদর হাসপাতাল থেকে বিএনপি’র নেতা কর্মীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পেরন করা হয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে।

    ভোলায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের অবস্হা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।


    ভোলা সদর হাসপাতালে এভাবেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির গুলিবিদ্ধ আহত কর্মীরা।

    গুলিবর্ষণের বিষয়ে ভোলা জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম,বিপিএম, পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশের উপর হামলা করে। পুলিশ পাল্টা হামলা করলে,তারা আহত হয়। তবে পুলিশও আহত হবার খবর পেয়েছি। পরবর্তীতে ঘটনা জেনে আপনাদের বিস্তারিত জানানো হবে।

    ভোলা সদর হাসপাতালের ইমারজেন্সি ডাক্তার নাফিজা তাসলিম ঐশি বলেন, আমাদের এখানে যেসব রোগী ভর্তী হয়েছে, তাদের অধিকাংশ রোগীই গুলিবিদ্ধ। এদের মধ্যে একজন মারা গেছেন। আরও একজনের অবস্থা আশংকাজনক তাকে ইতোমধ্যে বরিশালে রেফার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top