ডিসিআর ও জমির খতিয়ানে যুক্ত হল কিউআর কোড

Picsart_22-07-31_11-14-46-068.jpg

ডিসিআর ও জমির খতিয়ানে যুক্ত হল কিউআর কোড

সাগর চৌধুরীঃ ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমির মালিকানার রেকর্ড অনলাইনে হালনাগাদ বা ই-নামজারি প্রক্রিয়ায় তৈরি খতিয়ান ও ডিসিআরের (খাজনা ছাড়া অন্যান্য ফি পরিশোধের রসিদ) নতুন ফরম্যাটে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে।

ই-নামজারিতে কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু
নামজারি নিয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এ নথিতে সহকারি কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন নেই।

ভূমি মন্ত্রণালয় বলছে, “কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত ডিসিআর ও খতিয়ানের সমতুল্য এবং আইনগতভাবে বৈধ। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর/খতিয়ান সংগ্রহ করার প্রয়োজনীয়তা নেই।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো অথবা সরাসরি ই-নামজারি ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড স্ক্যান করে নতুন ফরমেটের ডিসিআর ও খতিয়ানের বৈধতা যাচাই করা যাবে।

সরকার ভূমি খাতে ডিজিটাল পদ্ধতি চালুর অংশ হিসেবে অনেক পদক্ষেপের মধ্যে অনলাইনে নামজারি বা ই-নামজারি সেবা চালু করে।

এজন্য কি কি করতে হবে তা জানিয়ে এর আগে পরিপত্রও জারি করেছে। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://land.gov.bd/) ই-নামজারির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top