বাংলাদেশী টাকার মান আরো কমল! এক ডলারের বিপরীতে গুনতে হবে ৯৪ টাকা

Picsart_22-07-14_21-58-38-888.jpg

বাংলাদেশী টাকার মান আরো কমল! এক ডলারের বিপরীতে
গুনতে হবে ৯৪ টাকা

অর্থনৈতিক প্রতিবেদকঃ ইউএস ডলারের দাম আরো ৫০ পয়সা বেড়েছে। এতে টাকার মান আরেক দফা কমেছে। ফলে প্রতি ডলার কিনতে এখন গুনতে হবে ৯৩ টাকা ৯৫ পয়সা।

গতকাল বুধবার প্রতি ডলারের আন্ত ব্যাংক বিনিময়মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা, আগে যা ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।

এটি চলতি বছরে টাকার ১৯তম অবমূল্যায়ন।

জানা যায়, গতকাল আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে, যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্ত ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান পাঁচ পয়সা।

অন্যদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে।

এদিকে ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় আজকেও কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top