বোরহানউদ্দিনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে গরু বিতরন করেন – আলী আজম মুকুল এমপি
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসাবে ১০ জন জেলের মাঝে ১০ টি বখনা বাছুর (গরু) বিতরন করেন আলী আজম মুকুল এমপি।
বোরহানউদ্দিন উপজেলায় সরকার জেলেদের বিকল্প আত্মকর্ম স্থাপনের জন্য প্রনোদনার আওতায় জেলেদের মাঝে গরু বিতরনের ব্যবস্থা গ্রহন করেন। এতে একই দরিদ্র জেলে পরিবারগুলোর আত্মউন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে।
আজকের অনুষ্টানে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ, বোরহানউদ্দিন উপজেলার উপজেলার আওয়ামী লীগের নেতা ও কর্মীরা।
আজকের অনুষ্ঠানে আলী আজম মুকুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার গরিব দুঃখী মানুষের সরকার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য নামাজ পড়ে দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এর সার্বিক তত্বাবধানে আজকের অনুষ্টান অনুষ্ঠেয় হয়।
আজকের অনুষ্টানে ভোলা জেলার জেলা মৎস্য কর্মকর্তা আজহার উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।